সাভার প্রতিনিধি ->>
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সাভার উপজেলাধীন বনগাঁও ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৪৫০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ জুলাই শনিবার বিকেলে বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ। সাভার থানা যুবলীগের সভাপতি ফয়সাল আহাম্মেদ।
আরো উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী সদস্য রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন টিপু, বনগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ, ছাত্রলীগের সভাপতি সৌরভসহ সাভার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :