সাভারে মৃত ব্যক্তির নামে মামলা দিয়ে জমি দখল
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২২, ৩:৫৮ অপরাহ্ন /
২০৮
এনামুল হক শামীম ->>
সাভারের বিরুলিয়ায় জমি সংক্রান্ত ঘটনার জের ধরে এক বছরের বেশি সময় আগে মারা যাওয়া এক ব্যক্তিকে চাঁদাবাজির মামলার আসামী করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে সাভারের বিরুলিয়া গ্রামে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা প্রতিবাদ ও মানববন্ধন করেছেন। এরআগে গত ২ ফেব্রুয়ারি সাভার মডেল থানায় বিদেশী নাগরিক সামির এমএম হাড্ডি বাদী হয়ে ১২ জনকে আসামী করে এই মামলাটি করেছেন। ফিলিস্তিন নাগরিক সামির এমএম হাড্ডি মামলা এজাহারে উল্লেখ করেন, তার স্ত্রী তাছলিমা আহমেদ বিরুলিয়া ২৮ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলে আছেন। এ অবস্থায় জমিতে কাজ করতে গেলে ১২ জন ব্যক্তিসহ অজ্ঞাত আরো ৪-৫ জন ব্যক্তি তাদের বাঁধা দেয় ও ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। এর সূত্র ধরে গত ১৬ জানুয়ারি জমিতে কাজ করতে গেলে আসামীরা বিদেশী নাগরিক ও তার লেবারদের মারধর করে তাড়িয়ে দেয়। এই এজাহারের ভিত্তিতে সাভার মডেল থানায় সামির এমএম হাড্ডি বাদী হয়ে মামলা দেন।
মামলার আসামীরা হলেন-নুরুল ইসলাম, নুর ইসলাম,মিলন মিয়া, মনসুর আলী ফকির, মিজান সিকদার, কামাল হোসেন, আজিজুল হক, নজুরল ইসলাম, আমিনুল ইসলাম, ফজলুল হক, বাবুল মিয়া ও সাইদুর রহমান। এরমধ্যে কামাল ও মিজানুর রহমান গ্রেফতার পর জামিনে আছেন। তবে এর মধ্যে আমিনুল ইসলাম ২০২১ সালের ২১ জানুয়ারি মারা গেছেন।
এ মামলায় ৯ নং আসামী মৃত সরুজ মন্ডলের ছেলে আমিনুল ইসলাম মামলা হওয়ার বছর খানেক আগে মারা গেছেন। তবুও এ মামলার আসামী তিনি। তার ছেলে সাকিব বলেন, আমার বাবা মারা গেছেন ২০২১ সালের ২১ জানুয়ারি মাসে। মৃত্যুর সদনও রয়েছে। এটা একটা হয়রানি মূলক মামলা। আমাদের বাসায় পুলিশ যায়, আমরাও হয়রানির শিকার। সমাজের কাছে মানহানি হয়েছে। আমি তো শিক্ষার্থী। আমি এ বিষয়ে কিছু জানি না। আর যিনি জমি বিষয় নিয়ে চাঁদাবাজির মামলা দিয়েছেন। তিনি জমি কেনার আগে আমার বাবা মারা গেছেন। তাহলে কিভাবে একজন মারা যাওয়া মানুষের নামে মামলা দিলেন।
এসময়ে মানববন্ধনে অপর রোজি নামে ভুক্তভোগী বলেন, আমরা বিরুলিয়া মৌজার সিএসএ-৫১২ ও ৫৩১, এসএ ৫৩০ ও ৫৪৬, আরএস-৫১৪ নং খতিয়ানের সিএএস ও এসএ ১৪/৯০৮, আরএস ৮১ দাগের ১৬ শতাংশ জমি প্রায় ১২ বছর আগে ক্রয় করি। কিন্তু তাসলিমা আহমেদ নামের এক নারী আমাদের জমিসহ এলাকাবাসীর মোট ৪০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে প্রাচীর নির্মান করছেন। তাদের বাঁধা দিলে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার বাদী সামির এমএম হাড্ডির স্ত্রী তাছলিমা আহমেদ বলেন, আমরা সেই দাগে বৈধ ভাবে জমি ক্রয় করেছি। ব্যাংকে এই কেনা জমি মর্টগেজও দিয়েছি। ২৮ শতাংশ জমি ক্রয় করেছি ও বাকী ১২ শতাংশ বায়না সূত্র মালিক। পুলিশও কাগজপত্র দেখেছেন। এতদিন কোন সমস্যা ছিলো না। হঠাৎ করে একটি দালাল চক্র আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে এমন কাজ করছে। মৃত ব্যক্তি কিভাবে মামলা আসামী হলো এমন জবাবে তিনি আরো বলেন, জমির ওয়ারিশ সার্টিফিকেট ও নাম শুনে অভিযোগপত্রে নাম দেয়া হয়েছে। আমরা এখানে নতুন। ফলে কিন্তু সেই ব্যক্তি মারা গেছেন সেটা জানতাম না বা ওয়ারিশ সার্টিফিকেটেও উল্লেখ ছিলো না। ভুল বশত নামটি লেখা হয়েছিলো।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার এস আই সজল খান বলেন, এব্যাপারে সামির এমএম হাড্ডি নামের এক ব্যক্তি ফৌজদারি মামলা দায়ের করেছেন। আমরা দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিলাম। তারা বর্তমানে জামিনে রয়েছেন। আমি ফৌজদারি মামলার তদন্ত করছি, জমি কার বা কে পাবে তা তো আদালত দেখবে। মৃত ব্যক্তির নামে যে মামলা হয়েছে তা আমি মামলা হওয়ার পর জেনেছি। তদন্ত রিপোর্ট জমা দেয়ার সময় আমি এ ব্যাপারে উল্লেখ করব। আমি অভিযোগের তদন্ত করছি কাউকে হয়রানি করার উদ্দেশ্য আমার নেই।
ব্যারিস্টার ইমাম হাসান (এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট) বলেন, যে কোন ধরনের অপরাধের অভিযোগ যদি থানাতে আসে, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত তাতক্ষনিক মামলা না নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও উপস্থিত সাক্ষীদের জবানবন্দি নেয়া। সত্যতা যাছাই-বাছাই করে অপরাধীদের নাম মামলায় অর্ন্তভুক্ত করা্। এছাড়া ততক্ষনাত মামলা নিলে অনেকক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশ থেকে বাদী নিরাপরাধ ব্যক্তির নাম মামলা দেয়। এ ধরনের নিরাপারধ মানুষ যাতে মামলার আসামী না হয়, সেটা থেকে বাঁচতে তাহলে প্রাথমিক তদন্ত এবং ঘটনার বিশ্বাসযোগ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো মনযোগি হওয়া প্রয়োজন।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি বলেন, মামলায় কোন মৃত ব্যক্তি আসামী হয়ে থাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বাদী যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সেভাবেই মামলা হয়েছিলো।
আপনার মতামত লিখুন :