ArabicBengaliEnglishHindi

সিটি ইউনিভার্সিটিতে প্রথম ইন্ট্রা-বিভাগ কেস প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২২, ১:১৮ অপরাহ্ন / ৫২৮
সিটি ইউনিভার্সিটিতে প্রথম ইন্ট্রা-বিভাগ কেস প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ->>
আশুলিয়ার সাভারে অবস্থিত ইউজিসি ও সরকার কর্তৃক অনুমদিত এবং স্থায়ী সনদপ্রাপ্ত সিটি ইউনিভার্সিটিতে প্রথম বারের মত ইন্ট্রা-বিভাগ কেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজনে ও সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল ব্যাবসায় প্রশাসন বিভাগ, সিটি ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি বিসনেস এন্ড ইনোভেশন ক্লাব (কিউবিক)।

গত ১৩ই নভেম্বর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলানায়তনে সনদপত্র ও সন্মাননা স্বারক বিতরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি অনুষদের ডীন এবং প্রতিযোগিতার সঞ্চালক ও আহবায়ক, প্রফেরস ডঃ মহির কুমার রায়, এইচ আর ডিরেক্টর ও সহকারী অধ্যাপক, ডঃ ফারিয়া রাব্বি, রেজিট্রার, প্রফেরস মীর আখতার হোসেন, ডেপুটি রেজিট্রার, এস এম আল মামুন মুকুল, প্রধান বিচারক ও সহকারী অধ্যাপক, জুবায়ের আহমেদ, কিউবিক এর ক্লাব মডারেটর ও সহকারী অধ্যাপক, মোঃ রাহাত খান সহ ব্যাবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানে আলোচকরা ব্যাবসায় শিক্ষায় কেস স্টাডিজ এর গুরুত্ব তুলে ধরেন এবং ইউনিভার্সিটি প্রশাসন ও অংশগ্রহণকারী দলগুলোর ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য যে উক্ত প্রতিযোগিতায় সিটি ইউনিভার্সিটির মোট ৯০ জন ব্যাবসায় প্রশাসন বিভাগের ছাত্রছাত্রি ১৮ টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ, ও দ্বিতীয় রানার-আপ দলগুলোকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় এবং একটি দলকে ‘স্পিরিট অফ দা কন্টেস্ট’ ঘোষণা করা হয়।

পুরো প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক, জুবায়ের আহমেদ, সহকারী অধ্যাপক, মোঃ রাহাত খান, এবং সহকারী অধ্যাপক ও বিবিএ-এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর, মুরশেদুল আরাফিন।