ArabicBengaliEnglishHindi

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৬:৩৮ অপরাহ্ন / ৪৮
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কালিয়াকৈর প্রতিনিধি ->>
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন , চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকগুলো প্রাণহানি হয়েছে। এ ঘটনায় উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারো গাফিলতি থাকলে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

তিনি আজ (১০জুন) শুক্রবার দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলা‌দেশ আনসার-ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে নবীন ব্যাটালিয়ন আনসারদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের মন্ত্রী সব একথা বলেন।

তিনি আরো বলেন, কোন কারণে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটি‌য়ে থাকে, তদন্ত শেষে দোষী বা কে নির্দোষ সে বিষয়ে বিবেচনা করে বিচারকার্য সম্পন্ন করা হবে।

এর আ‌গে স্বরাষ্ট্রমন্ত্রী খোলা জিপে করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি’র মহাপরিচালক মিজানুর রহমান শামীম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিব আক্তার হোসেনসহ বাহিনীর সদস্যবৃন্দ। পরে কুচকাওয়াজে অংশ গ্রহণকারী ৪৪২জন ব্যাটেলিয়ান আনসার এর ম‌ধ্যে ৩জনকে সেরা সদস‌্য পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রী।