ArabicBengaliEnglishHindi

স্বপ্নের পদ্মা সেতু -আবু জাফর বিশ্বাস


প্রকাশের সময় : জুন ২৭, ২০২২, ৮:০৯ অপরাহ্ন / ১১৬
স্বপ্নের পদ্মা সেতু -আবু জাফর বিশ্বাস

স্বপ্নের পদ্মা সেতু
-আবু জাফর বিশ্বাস

পদ্মা সেতুর অনেক হেতু জানে বিশ্বের সর্বজন,
বীরের জাতি শক্ত অতি, করে না আত্মসমর্পণ।
দাবাতে পারেনি বাঙালি জাতির দেশ করেছে জয়,
বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু; বিশ্বের বিস্ময়!

বাঙালি জাতি হার মানে না, কাজেই তার প্রমাণ,
বারংবার রক্ত দিয়ে রেখে গেছে মাতৃভূমির সম্মান।
ইচ্ছাশক্তিই সাফল্যের চাবিকাঠি প্রমাণ হলো তাই,
না থাকুক অর্থকড়ি গাড়ী-বাড়ি মনের জোর চাই।

স্বপ্নের পদ্মাসেতু যেন ধূমকেতু কাজ হয়েছে শেষ,
উন্নয়নের ছোঁয়া দেখছি আহা! ডিজিটাল এ দেশ।
সাহসিকতার প্রতীক পদ্মা সেতু দেখতে চমৎকার,
বিশ্বের মাঝে বিস্ময়কর কাজে বাংলার অহঙ্কার।

পদ্মা সেতু বাংলার মানুষের বাড়াল আত্মবিশ্বাস,
নতুন সূর্যয় আলোকিত হলো, নতুন এ ইতিহাস।
দেশের টাকায় সেতু হলো, দেখলো বিশ্ববাসী,
গর্বে বুকটা ভরে গেলো বাঙালীর প্রাণে হাসি।

পদ্মা পাড়ে কত রোগীর এ্যাম্বুলেন্সেই গেছে জান,
দেশের দক্ষিণ দুয়ার খুলে হলো দুঃখের অবসান।
পদ্মার বুকে স্বপ্নের সেতু এই মনোরম পরিবেশ,
তাই, ইতিহাসে নাম উঠেছে সোনার বাংলাদেশ।