হবিগঞ্জ জেলা প্রতিনিধি ->>
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৫ পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (০৬ ফ্রেব্রুয়ারী২২) ইং বিকালে হবিগঞ্জ বিচারক আদালতে মাধ্যমে ১৫ আসামী কে কারাগারে প্রেরণ করা হয়!
চুনারুঘাট থানা পুলিশের সুত্রে জানা যায়, অফিসার ইনচার্জ এম আলী আশরাফ এর নেত্তৃত্বে চুনারুঘাটের এক দল পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত
আসামী ১। রুবেল মিয়া ২। অংকন ভৌমিজ ৩। রফিক মিয়া ৪। শামীম মিয়া ৫। মিজান মিয়া ৬। ফরিদ মিয়া ৭। আল আমিন , জুয়ার সরঞ্জাম নগদ টাকা সহ ০৩ জুয়ারী ৮। মোশাহিদ@মছই ৯। এয়াছিন মিয়া ১০। বাউল সালাম শেখ এবং অবৈধ বালু উত্তোলনকারী ১১। আক্কাছ মিয়া ১২। আলাউদ্দিন ১৩। বিল্লাল মিয়া ১৪। শাহজাহান মিয়া ১৫ । তোফাজ্জল মিয়া গনকে আটক করা হয়!
গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ তিনি জানান চুনারুঘাট থানা এলাকায় প্রতি দিন বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :