ArabicBengaliEnglishHindi

হ্যাট্রিক জয়ে আইভী


প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২২, ৯:৪৪ অপরাহ্ন / ৭০৯
হ্যাট্রিক জয়ে আইভী

নরায়নগঞ্জ প্রতিনিধি ->>

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৯২ কেন্দ্রের ফলাফলে ১৬১২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী

তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২১৭১ ভোট।

প্রায় ৬৯১০২ ভোটের ব্যবধানে জয় লাভ করেন ডা: সেলিনা হায়াৎ আইভী।

এই নিয়ে টানা তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনর মেয়র নির্বাচিত হয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

আজ রোববার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

উৎসব মুখর পরিবেশে নাসিক নির্বাচনের টানা আট ঘণ্টার ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই শেষ হয়েছে।