ArabicBengaliEnglishHindi

আগুন লেগে পাঁচটি গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষতিগ্রস্ত


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২২, ১১:৪৩ অপরাহ্ন / ৭০
আগুন লেগে পাঁচটি গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষতিগ্রস্ত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প এলাকায় গভীর রাতে আগুন লেগে পুড়ে গেছে ৫টি ঝুটের গোডাউন। পরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১১ টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১ টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত রাত ১১ টা ৩০ মিনিটের দিকে ওই ঝুট গোডাউনে আগুন লাগে। তাৎক্ষণিক আগুন পাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৫ টি গোডাউন সম্পন্ন পুড়ে যায়।

মাহতাব আলী বলেন, আনুমানিক ৪ মাস আগে এই গোডাউনে আগুন লেগে পাঁচটি জুটের গোডাউন পুড়ে যায়, গোডাউনে ভিতরে থাকা দুইটি পিকআপ দুইটি অটো ভ্যান সহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়। সেখানে আমি সহ আরও চারজন গোডাউন ভাড়া নেয়। আবারো গোডাউনে আগুন লেগে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতা হতের ঘটনা ঘটেনি ।