ArabicBengaliEnglishHindi

চালু হলো বাংলাদেশ-ভারতের বর্ডার হাট


প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২২, ১১:১৬ অপরাহ্ন / ২৮২
চালু হলো বাংলাদেশ-ভারতের বর্ডার হাট

রাজিবপুর প্রতিনিধি ->>

দীর্ঘ তিন বছর পর আজ খুলে দেওয়া হল বাংলাদেশ ভারতের বর্ডার হাট । মহামারি করোনা ভাইরাস (COVID-19) এর জন্য দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে কর্মহীন হয়ে পরেছিল ক্রেতা/ বিক্রেতা সহ স্থানীয়রা ।

আজকে আনুষ্ঠানিকভাবে বর্ডার হাটটি খুলে দেওয়ায় দুই দেশের ক্রেতা বিক্রেতাদের মাঝে দেখা গেছে খুশির হাওয়া । কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের মেঘালয়ের কালাইয়েরচরে যৌথভাবে এ হাটটি অবস্থিত।

গত ১৫ নভেম্বর ২০২২ ইং মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের দুই দেশের প্রতিনিধিরা যৌথভাবে আলোচনায় নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বর্ডার হাটটি খুলে দেওয়ার জন্য এক সিদ্ধান্ত নেয় ।

আজ বুধবার (৩০ নভেম্বর ২০২২) ইং বাংলাদেশের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত চক্রবর্ত্তী, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মিলন মোহাম্মদ ইলিয়াস, বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার এবং ভারতের পক্ষ থেকে অংশ নেন দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক জি ক্ষারমাওফ্লাং, অতিরিক্ত জেলা প্রশাসক কে সাংমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতী লিনা।

এ ছাড়াও দুই দেশের বিজিবি, বিএসফ ও বর্ডার হাটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।