ArabicBengaliEnglishHindi

নওগাঁয় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২২, ৭:৩৯ অপরাহ্ন / ২২২
নওগাঁয় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

স্টাফ রিপোর্টার ->>
“মৎস্য চাষে গড়ব দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ জেলা সদর উপজেলায় ০৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ও ০৩টি উন্মুক্ত জলাশয়ে সর্বমোট ১০১৩.৫১কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেল ৫-০০ ঘটিকায় ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে এসব পোনা মাছ অবমুক্ত করেন, সাংসদ নওগাঁ-৫ (সদর) ব‍্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি।

হাসাইগাড়ী ইউনিয়নের মনসুর বিল (হাসাইগাড়ী রাস্তার বড় ব্রিজের নিকট), শিকারপুর ইউনিয়নের গুটারবিল যমুনী ফতেহপুর (সরইল ইটভাটা সংলগ্ন), তিলকপুর ইউনিয়নের ডাকাহারের কমবিল, উপজেলা পরিষদ পুকুর-২, সমবায় প্রশিক্ষণ কেন্দ্র পুকুর, টি.এন.টি পুকুর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন পুকুর, ফায়ার সার্ভিস পুকুর ও যুব প্রশিক্ষণ পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

এসময় প্রধান অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, উপজেলা সিনিয়র ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা,
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছঃ মোস্তারিনা আফরোজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল।

এছাড়াও পোনা মাছ অবমুক্ত করন কমিটির সদস্য ও স্থানীয় মৎস্যজীবীসহ অন্যরা উপস্থিত ছিলেন।