বাগেরহাট প্রতিনিধি ->>
বর্তমান সরকার জেনারেল শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাকেও যুগপযোগী করে তুলেছে। আগে মাদসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হতো।
কিন্তু এখন মাদরাসার পাঠ্যসূচীতে সব ধরণের শিক্ষার ব্যবস্থা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনারেল ও মাদরাসা শিক্ষাকে সমান গুরুত্ব দিয়েছেন।
শরিবার (৩০ জুলাই) বাগেরহাটের শরণখোলা উপজেলার সর্বদক্ষিণের অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠান সুন্দরবন ইসলামিয়া দালিখ মাদরাসায় এক মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট আমিরুল আলম এমপি এ কথা বলেন। তিনি অবহেলিত ওই মাদরাসাটিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, অ্যাকাডেমিক ভবন, সীমানা প্রাচীর নির্মাণ খেলার মাঠ সংস্কার এবং আসবাবপত্র প্রদানের আশ্বাস দেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. শাহীন হাওলাদারের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী, থানার ওসি মো. ইকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, এম ওয়াদুদ আকন, মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু রাজ্জাক আকন, মাদরাসার সুপার মাওলানা জামাল উদ্দিন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য জিয়াউল হাচান তেনজিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
পরে এমপি আমিরুল আলম মিলন বিকেল ৫টায় শরণখোলা উপজেলা সদরের কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
আপনার মতামত লিখুন :