ArabicBengaliEnglishHindi

ডিমলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে চারা বিতরণ


প্রকাশের সময় : জুলাই ৬, ২০২২, ৭:৩০ অপরাহ্ন / ৬৪
ডিমলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে চারা বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ->>

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায় আনসার ও ভিডিপির কার্যালয়ের সদস্যদের মাঝে ৯০ টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার।

বুধবার (৬-জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি সমিতির সদস্যদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, যেসব গাছের চারা আপনাদের হাতে দেওয়া হলো সেগুলো খুব যত্ন করে রোপণ করবেন। সেই সাথে তিনি আরও বলেন, আপনাদের বাড়ির আশ পাশে খালি যায়গা ফেলে না রেখে বিভিন্ন জাতের গাছ লাগাবেন। তাহলে বৃক্ষসম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবেশও সুন্দর হবে এবং তার পাশাপাশি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা হবে।