ArabicBengaliEnglishHindi

অপুকে খোঁচা দিলেন বুবলী


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২২, ৬:১৬ অপরাহ্ন / ৫১৮
অপুকে খোঁচা দিলেন বুবলী

বিনোদন প্রতিবেদক ->>

শাকিব খানকে কেন্দ্র করে কয়েক বছর আগে দ্বন্দ্বে জড়ান অপু বিশ্বাস-শবনম বুবলী। সেসময় অপু বিশ্বাস শাকিব খানের স্ত্রী ছিলেন। সেই দ্বন্দ্ব এখনো দৃশ্যমান। গতকাল বুবলীর নিউজের লিংক অপু বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। এবার বুবলী অপুকে খোঁচা দিয়ে পাল্টা ফেসবুকে পোষ্ট দিয়েছেন। যদিও এই পোস্টে কেউই কারো নাম উল্লেখ করেননি।

বুবলী লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠলো, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেইসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে এটাই তো আপনার মজা, এতেই তো বোঝা যায় তার শয়নে স্বপনে শুধুই আপনি।

গতকাল ‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’ এমন শিরোনামের একটি নিউজ লিংক ফেসবুকে শেয়ার করেন অপু বিশ্বাস। ক্যাপশনে কয়েকটি হাসির ইমোজি দিয়ে এই চিত্রনায়িকা লিখেছেন: ‘কি যে মজা মজা।