আশরাফুল আলম দিনাজপুর থেকে ->>
গত ২৩ আগস্ট ২০২২ খ্রিষ্টাব্দে দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব শাহ্ ইফতেখার আহমেদ, পিপিএম-সেবা মহোদয়কে জেলা পুলিশ, দিনাজপুরের দায়িত্বভার অর্পন এবং দিনাজপুরে পুলিশ সুপার হিসাবে যোগদান উপলক্ষ্যে জেলা পুলিশ, দিনাজপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিদায়ী পুলিশ সুপার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), মহোদয় ।
বিদায় বেলায় রেওয়াজ অনুযায়ী বিদায়ী পুলিশ সুপার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) মহোদয়কে পুষ্প সজ্জিত গাড়িতে তুলে গাড়িটি রশি দিয়ে টেনে সম্মুখ রাস্তা হতে মূল ফটক পর্যন্ত এগিয়ে দেন জেলা পুলিশের সহকর্মীরা।
দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ আসলাম উদ্দিন, সকল সার্কেল, সকল থানার অফিসার ইন-চার্জ, জেলা বিশেষ শাখা, জেলা গোয়েন্দা শাখা, সদর কোর্ট, ট্রাফিক বিভাগ, রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :