ArabicBengaliEnglishHindi

আইসক্রিম কেক তৈরি করার উপায়


প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২২, ৮:৫৯ অপরাহ্ন / ৫০০
আইসক্রিম কেক তৈরি করার উপায়

লাইফস্টাইল ডেস্ক ->>
অল্প উপকরণে ঝটপট আইসক্রিম কেক বানিয়ে ফেলতে পারেন। এটি ফ্রিজে থাকলে যেকোনো সময় অতিথি আপ্যায়নেও পরিবেশন করা যায়।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

জেনে নিন কীভাবে ৩ উপকরণে আইসক্রিম কেক বানাবেন।

২০টি ওরিও বিস্কুট গুঁড়া করে ৫ টেবিল চামচ গলানো মাখন দিয়ে মেখে নিন।

কেকের মোল্ডে নিয়ে নিন মিশ্রণটি। একটি চামচের সাহায্যে চেপে সমান করে ফ্রিজে রেখে দিন ১০ মিনিটের জন্য। ৩ কাপ আইসক্রিম সামান্য নরম করে ওরিও বিস্কুটের টুকরা মিশিয়ে নিন।

ফ্রিজ থেকে কেকের মোল্ডটি বের করে উপরে দিয়ে দিন আইসক্রিম। সব শেষে ওরিও বিস্কুটের গুঁড়া ছড়িয়ে দিন উপরে।

মোল্ডটি ডিপ ফ্রিজে রেখে দিন ৫ ঘণ্টার জন্য। এরপর বের করে মোল্ড থেকে বের করে পরিবেশন করুন মজাদার আইসক্রিম কেক।