-আবু জাফর বিশ্বাস
আগুন রাঙা ফুল ফাগুনে মনটা হয় আকুল,
কিশোরী মনে বসন্তের ক্ষণে বাসা বাধে, ভুল।
কোকিল ডাকা স্বপ্ন আঁকা মনের গহিন বনে,
অনন্ত পিপাসা চাই ভালবাসা প্রথম যৌবনে।
ফাগুন বনে ঝরা পাতার সুর মরমর বেদনার,
মনের বনে ফাগুন এলে চাই সে স্বপ্ন বোনার।
ফলন্ত ফাল্গুনে মত্ত ভ্রমরে ঘোরে বনে বনে,
অনন্ত রূপে বসন্ত সাজে প্রকৃতির যৌবনে।
শিমূল ফুল তুমুল লাল ছড়ায় রঙিন আলো,
মন কাড়া কৃষ্ণচূড়া দেখতে অনেক ভালো।
আমের মুকুল কাননের ফুল বসন্তের কী শোভা,
মৌ-মৌ গন্ধ মন করে মুগ্ধ যায়না কিছু ভাবা।
উষ্ণ বায়ু বসন্তের আয়ু, ক্ষণিকের মনে হয়,
কাটফাঁটা রোদ মনটা অবোধ, তাই করে ভয়।
গোধূলি লগ্ন একাকী মগ্ন আকাশটা অতুল,
প্রেম-ভালোবাসা পাবার আশা মনটা ব্যাকুল।
আপনার মতামত লিখুন :