ArabicBengaliEnglishHindi

আত্রাইয়ে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার-৫


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২২, ৮:১০ অপরাহ্ন / ১১৪
আত্রাইয়ে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার-৫

নাদিম আহমেদ অনিক ->>
নওগাঁর আত্রাই থানা পুলিশ মাদকসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলী ভোলার ছেলে আনোয়ার হোসেন ওরফে ডিজেল (৩২), বিহারীপুর রেলকলোনী গ্রামের রবিউলের ছেলে মো. আলম (৩৬), বেওলা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আবু তাহের এল্টু (৩৭), আহাদ আলীর ছেলে আব্দুস ছালাম (৪০) ও দীঘা মৈত্রীপাড়া গ্রামের মহালদারের ছেলে বাচ্চু হারদার।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে আত্রাই থানা পুলিশ পৃথক পৃথক অভিযনি চালিয়ে গাঁজা ও হিরোইনসহ তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে। গতকাল শনিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।