ArabicBengaliEnglishHindi

আত্রাইয়ে ভাষা দিবসে পথশিশুদের খাবার ও পুরস্কার প্রদান


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২২, ১১:১০ অপরাহ্ন / ৮১
আত্রাইয়ে ভাষা দিবসে পথশিশুদের খাবার ও পুরস্কার প্রদান
নাদিম আহমেদ অনিক ->>
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পথশিশুদের শুকনো খাবার ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার সকালে মহাত্মাগান্ধি চত্ত্বরে পথশিশুদের মাঝে চিত্রাঙ্কনসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী ৭৫জন শিশুকে পুরস্কার ও শুকনো খাবার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
এর আগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আত্রাই থানা, আত্রাই প্রেস ক্লাব, ব্যাংক, হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারী দপ্তর, আওয়ামী লীগ, আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পাটি, বণিক সমিতি, বিভিন্ন সামাজিক ও সাংকৃতিক সংগঠন শহীদদের স্মরনে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সারে দশটায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়।
এতে দিবসের তাৎপর্য তুলেধরে ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই প্রেসক্লাব সহসভাপতি তপন কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, কবি ও সাহিত্যিক ফররুখ আহাম্মেদ, শিক্ষক ইসমাইল হোসেন বক্তব্য রাখেন। পরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষার শিক্ষার্থী ও ইমামদের একুশের চেতনায় উদ্বুদ্ধুকরন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।