আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক কর্মচারী ইউনিয়নের দু’গ্রুপে সংঘর্ষ
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২২, ১২:০৯ পূর্বাহ্ন /
২৯৯
জামালপুর জেলা প্রতিনিধি ->>
এশিয়ার দ্বিতীয় বৃহৎ জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য ধরে রাখতে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে যমুনা সার কারখানা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম মানিক গ্রুপের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের সফিকুল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম (৪৭) নামে দুই জন আহত অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :