আনোয়ারা প্রতিনিধি ->>
চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষকদের সাথে ২০২১-২২ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের (এনটিপি-২) আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত।
মঙ্গলবার ( ১৯ জুলাই ) সকালে ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে এই সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুর ইসলামের সঞ্চালনায়, নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পি পি) সরোয়ার মোহাম্মদ আবু কাউছার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রমজান আলীসহ উপজেলার ইউপি সদস্যরা এবং কৃষি সংগঠনের সংগঠকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :