ArabicBengaliEnglishHindi

আন্তর্জাতিক গুণিজন সম্মাননা ২০২২ পেলেন আবেদ আহমেদ


প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২২, ৫:৪৯ অপরাহ্ন / ৬০৭
আন্তর্জাতিক গুণিজন সম্মাননা ২০২২ পেলেন আবেদ আহমেদ

নিজস্ব প্রতিবেদক –
সাহিত্যে বিশেষ অবদানের জন্য সাংবাদিক সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ আন্তর্জাতিক গুনিজন সম্মাননা ২০২২ পেলেন।

১৪ ই জানুয়ারি রাতে এক জমকালো আয়োজনে জাতীয় কঁচিকাঁচার মিলনায়তন সেগুনবাগিচায় অনুষ্টিত হয়েছে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সম্মাননা প্রদান অনুষ্টান।

এ উপলক্ষে সারা দেশ থেকে আগত কবি সাহিত্যিক গবেষক সাহিত্য অনুরাগীদের পদচারণায় মূখরিত হয়ে ওটে প্রাণের মেলা, আন্তর্জাতিক গুনিজন সম্মননা প্রদান করেন,প্রধান অতিথি বিচারপতি মোঃ ফারুক, বাংলাদেশ সুপ্রীম কোর্ট শ্রম ও আপিল ট্রাইব্যুনাল, উদ্ভোধক জ্ঞান তাপস প্রকৃতিজ শামীম রুমি টিটন কবি লেখক সংগীতজ্ঞ।

প্রধান আলোচক, বহু ভাষাবিদ ও দৈনিক দেশ জগতের প্রধান সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, সভাপতিত্ব করেন এডভোকেট আলমগীর জুয়েল, সার্বিক ব্যাবস্থাপনায় প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা কবি বেল্লাল হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার আতিক হেলাল, ডঃ ইলিয়াস সহ অনেক জ্ঞানী গুণীজন।

উক্ত উনুষ্ঠানে উপস্থিত থেকে এই আয়োজন সাফল্য মন্ডিত করেছেন নির্বাহী সভাপতি পাপিয়া আক্তার মিফা সহ অনেক সাহিত্যানুরাগী।