ArabicBengaliEnglishHindi

আফগানদের হারিয়ে বিশ্বকাপের ইংল্যান্ড


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২২, ২:০৭ অপরাহ্ন / ৯৪
আফগানদের হারিয়ে বিশ্বকাপের ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক ->>
গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ছিটকে গেছে আগেই। পাকিস্তানও হেরে গেছে কোয়ার্টার ফাইনালে। শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে উঠে আফগানিস্তান। শেষ চারে ইংল্যান্ডের কাছে হেরে ট্রফি থেকে ছিটকে গেলেন আফগানরা।

আফগানিস্তান নির্ধারিত ৪৭ ওভারে থেমে যায় ৯ উইকেটে ২১৫ রানে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৫ রানের ব্যবধানে সেমিফাইনাল জিতে ইংল্যান্ড ফাইনালে উঠেছে। আগে ইংল্যান্ড ব্যাট করে ২৩০ রান। হাদি ৬০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।

ম্যাচের নায়ক ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ। ম্যাচের ৪৬ নম্বর ওভারে যখন রেহান বল করতে আসেন, তখন আফগানদের জয়ের জন্য প্রয়োজন ছিল দুই ওভারে ১৯ রান, হাতে ছিল ৪ উইকেট। রেহান সব কিছু উলোটপালট করে দেন। মাত্র এক রান দিয়ে নুর, ইজহারউল হক নাভিদ এবং বিলাল সামির উইকেট নিয়ে দলকে জয় এনে দেন রেহান।

ম্যাচে ৪১ রানের বিনিময়ে রেহান ৪ উইকেট নেন। এর সঙ্গে সঙ্গে এক অনন্য নজির গড়ে ফেলেন তরুণ ইংল্যান্ড স্পিনার। ৬৭ বলে অপরাজিত ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলা ইংল্যান্ডের জর্জ বেল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।