ArabicBengaliEnglishHindi

আমিরাতের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত পাক সেনাপ্রধান


প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২২, ৬:৫৯ অপরাহ্ন / ৫২
আমিরাতের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত পাক সেনাপ্রধান

দুবাই প্রতিনিধি ->>
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মঙ্গলবার (১৬ আগস্ট) বাজওয়াকে ‘অর্ডার অব জায়েদ’ পুরস্কার প্রদান করে দেশটি। এটি আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পদক।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

বুধবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘অর্ডার অব জায়েদ’ প্রদান করেছেন। রাজধানী আবুধাবিতে একটি অনুষ্ঠানে জেনারেল বাজওয়ার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলসহ অন্যান্য বড় বৈশ্বিক ও জিসিসি নেতারা ইতোপূর্বে এই পুরস্কার পেয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধানের আগে ২০২১ সালের ডিসেম্বরে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই পুরস্কার পেয়েছেন।