ArabicBengaliEnglishHindi

আরটিভির মিউজিক স্টেশনে সাবরিনা সাবা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২২, ১০:১৫ অপরাহ্ন / ৭৮
আরটিভির মিউজিক স্টেশনে সাবরিনা সাবা

শোবিজ ডেস্ক ->>
তরুণ প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী সাবরিনা সাবা। নিজের কোকিল কন্ঠী গায়কী দিয়ে হাজারো ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

আগামী বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) আর টিভির ‘মিউজিক স্টেশন’ ফোন লাইভ সংগীতানুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে সংগীত পরিবেশন করবেন তিনি। অনুষ্ঠানে সাবার সাথে আরো থাকবে তার টীম বিন হাই গ্রুপ..এবং সংগীতশিল্পী এইচআর জুয়েল; আর এ টুটুল।

আগামী ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১ টা ২৫ মিনিটে আরটিভি এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

অনুষ্ঠানে গান ও আড্ডার ফাঁকে ফাঁকে ফোন কলের মাধ্যমে শ্রোতারা সরাসরি কন্ঠশিল্পী সাবরিনা সাবা ও তার টীম বিন হাই গ্রুপ এইচআর জুয়েল; আর এ টুটুল।
সাথে কথা বলতে পারবেন ও গানের অনুরোধ করতে পারবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শিবলী জিয়া৷

আরটিভির এই লাইভ অনুষ্ঠানটি দেখতে সকল সঙ্গীত শ্রোতা সর্বপরি সকলেই বিশেষ ভাবে আমন্ত্রিত।