ArabicBengaliEnglishHindi

আরমান হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : মে ১২, ২০২২, ১:১৯ অপরাহ্ন / ২৬৯
আরমান হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ প্রতিনিধি ->>

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আরমান শরীফ হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

বুধবার (১১ মে) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আরমান শরীফের বাবা ডাঃ মঞ্জুরুল হক।

 

 

লিখিত বক্তব্যতে তিনি বলেন, ২০১৫ সালের ১১ নভেম্বর স্থানীয় শাহ জামাল তোতার ছেলে শাহ মো. সোহাগ রনির নেতৃত্বে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে ব্যাবসায়ী আরমান শরীফকে কুপিয়ে হত্যা করে।

দীর্ঘ সাত বছর অতিবাহিত হলেও চাঞ্চল্যকর আরমান শরীফ হত্যা মামলার মূলহোতা সোহাগ রনি এখনো গ্রেফতার হয়নি।

এমনকি তদন্তনাদীন বিভিন্ন দফতরে সু-কৌশলে যোগাযোগ করে চার্জশিট থেকে তার নাম বাদ দেয়াসহ মামলাটির চূড়ান্ত রিপোর্ট দিতে দৌড়ঝাঁপ করছে।

এছাড়া আরমান শরীফের পরিবারের বিভিন্ন সদস্যদেরকে মামলা নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিচ্ছে। তাই এ হত্যাকাণ্ডের মূলহোতা সোহাগ রনিসহ সকল আসামীকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী করেছেন নিহতের পরিবার।