ArabicBengaliEnglishHindi

আশুলিয়ায় একই কক্ষে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ 


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২২, ১০:৫৮ অপরাহ্ন / ৮৯
আশুলিয়ায় একই কক্ষে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ 
এনামুল হক শামীম ->>
সাভারের আশুলিয়ার একটি বাড়ি থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের আত্মহত্যার কারন জানা যায় নি।
মঙ্গলবার (২৯ মার্চল) দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার শামসুল হকের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, সাইদুল মন্ডল (৩২), তিনি নওগাঁ জেলার বান্দা থানার চককেশবপুর মন্ডলপাড়া এলাকার সামাদ মন্ডলের ছেলে ও একই থানার মনোহরপুর গ্রামের বাসিন্দা শাহনাজ পারভীন ববিতা(২৪)। তারা দু’জন স্বামী-স্ত্রী। স্বামী সাইদুল মন্ডল বিদেশে থাকতেন, তিনি কিছুদিন ধরে দেশে এসেছেন। স্ত্রী ববিতা সামাদ মন্ডলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আল-মুসলিম পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি টিনশেড কক্ষ থেকে একই রশিতে  তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাছের বলেন, খবর পেয়ে নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।