মামুনুর রহমান,ঈশ্বরদী,পাবনা ->>
সোমবার (১৪ মার্চ) বিকেলে ঈশ্বরদী জংশন স্টেশনে দুই নাম্বার প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার এতথ্য নিশ্চিত করেছেন। নিহত রত্নার স্বামী মাসুদ রানা বগুড়ার শেরপুরে কারারক্ষী হিসেবে রয়েছেন।
তিনি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট গ্রামের মৃত সালাম প্রমাণিকের মেয়ে প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি ঈশ্বরদী স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ঢোকামাত্র তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার জানান, আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :