ArabicBengaliEnglishHindi

ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন 


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২২, ৭:১৬ অপরাহ্ন / ৯০
ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন 
মামুনুর রহমান, ঈশ্বরদী(পাবনা) ->>
রাজাকার মুক্ত করে স্বাধীনতা রক্ষার অঙ্গিকারের মধ্য দিয়ে ঈশ্বরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঈশ্বরদীতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, র‌্যালি, আলোচনাসভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান ও বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট খেলা উল্লেখযোগ্য। পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আমজাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান নায়েব আলি বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাঃ সম্পাদক ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ঈশ্বরদী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তৌহিদ আক্তার পান্না, আওয়ামীলীগ কেন্দ্রিয় উপকমিটির নেতা সাকিবুর রহমান কনক, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাঃসম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলামসহ অন্যান্য নেতা কর্মী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, কর্মসূচীতে যোগদান করেন আওয়ামীলীগ, বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এর প্রধানগণ এসব কর্মসূচিতে অংশ নেন।