ArabicBengaliEnglishHindi

ঈশ্বরদীতে প্রাণী সম্পদ মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২২, ৬:৩৭ অপরাহ্ন / ১৩৪
ঈশ্বরদীতে প্রাণী সম্পদ মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত

মামুনুর রহমান, ঈশ্বরদী (পাবনা):

বুধবার  ঈশ্বরদী স্টেডিয়ামে প্রাণী সম্পদ মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে ও বক্তব্য দিয়ে মেলার উদ্বোধন করেন, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা।

ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েসেরে সভাপতিত্বে এসময় প্রাণি সম্পদ কর্মকর্তা নাজমুল ইসলাম, দেশের বৃহৎ উদ্যোক্তা আরআরপির এমডি মনসুর আলী, আব্দুস সালাম,আতিয়া ফেরদৌস কাকলী, বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও বঙ্গবন্ধু পদক প্রাপ্ত খামারী নুরনাহার, রবিউল ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্নাসহ বিভিন্ন খামারীরা অংশ নেন।