ArabicBengaliEnglishHindi

ঈশ্বরদীতে মরহুম তুহিন স্মৃতি সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২২, ১:২২ অপরাহ্ন / ১০২
ঈশ্বরদীতে মরহুম তুহিন স্মৃতি সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মামুনুর রহমান,ঈশ্বরদী,(পাবনা)->>

মরহুম তুহিন স্মৃতি সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলায় তেহা বিশ্বাস দল ২-১ পয়েন্টে মা এন্টার  প্রাইজ ঈশ্বরদীকে পরাজিত করে শিরোপা অর্জন করেছে। শনিবার রাতে ইস্তা গ্রামে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী মরহুম তুহিন স্মৃতি সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উদ্বোধন করেন,ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। আব্দুস সালামের পৃষ্ঠপোষকতায় ও কামাল হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস,সাবেক পৌর মেয়ল আবুল কালাম আজাদ মিন্টু,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্নাসহ বিশিষ্ট ব্যক্তি বর্গ। ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস বলেন,সুস্থ্য জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে মুক্তিযুদ্ধের চেতনা ধারনকারী মরহুম তুহিন স্মৃতি সংঘ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে । পরে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।