ArabicBengaliEnglishHindi

ঈশ্বরদীতে মসজিদ কমিটির নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত


প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২২, ৭:৫৬ অপরাহ্ন / ৬৮
ঈশ্বরদীতে মসজিদ কমিটির নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত

মামুনুর রহমান, ঈশ্বরদী প্রতিনিধি,পাবনা ->>
ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হাসান সন্টু সরদার ও কয়েকজন মহিলাসহ কমপক্ষে ১০-১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ‍্যা ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।মারাত্মক আহত সন্টু সরদার ও আহতদের স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় একটি মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দু পক্ষের মধ‍্যে বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জের ধরেই মসজিদের ইমাম সানাউল্লাহ নূরী, হাসেম মেম্বার ও ছাইদার সরদারের নেতৃত্বে একদল দূর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে মারাত্মক জখম করে।

আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ মোতায়েন করে জোড়ালো অভিযান চালমান রয়েছে।

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।