ArabicBengaliEnglishHindi

ঈশ্বরদীতে মুজিবনগর দিবস পালিত


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২২, ৭:৫২ অপরাহ্ন / ৮০
ঈশ্বরদীতে মুজিবনগর দিবস পালিত

মামুনুর রহমান, ঈশ্বরদী (পাবনা) ->>

আজ সারাদেশে ঐতিহাসিক এই মুজিব নগর দিবসটি যথাযথ মর্যদায় পালিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ঈশ্বরদীতেও এই দিবসটি পালন করা হয়। আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আজকের এই দিনে কুষ্টিয়ার মুজিব নগরে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথম বাংলাদেশের রাষ্টপতি করা হয় কিন্তু তিনি পাকিস্হানের কারাগারে বন্দি থাকায় অস্হায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলামকে মনোনীত করা হয়। এবং তিনি মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনার গ্রহন করেন।

ঈশ্বরদীতে আওয়ামীলীগ অফিসে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইছাহাক আলী মালিখা সহ আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।