ArabicBengaliEnglishHindi

ঈশ্বরদীতে ২৯৩ বোতল ফেনসিডিলসহ আটক ২


প্রকাশের সময় : মার্চ ৮, ২০২২, ৪:১৫ অপরাহ্ন / ১১১
ঈশ্বরদীতে ২৯৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

মামুনুর রহমান, ঈশ্বরদী (পাবনা) ->>

ঈশ্বরদীতে পুলিশী অভিযানে ২৯৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে রূপপুর লালনশাহ সেতুর মোড়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদের নের্তৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম আতিক ফেনসিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে আগত একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো সুনামগঞ্জের ধর্মপাশা থানার কবির হোসেন (৩৯) এবং যশোরের চৌগাছা থানার লুৎফর রহমান (৭৫)। কবির হোসেন বিডিআর-এ চাকরি করতেন এবং বিডিআর বিদ্রোহ মামলায় চাকুরিচ্যুত হয়েছেন।