মামুনুর রহমান,ঈশ্বরদী (পাবনা) ->>
বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী পৌরসভার মেয়রের কার্যালয়ে অবসরপ্রাপ্ত ২০ কর্মচারীর মধ্যে বিশ লাখ টাকা বিতরণ করা হয়েছে। পৌরসভার নিজস্ব তহবিল থেকে অবসরকালীন ভাতা হিসেবে পৌর পরিষদের উদ্যোগে প্রথমবারের মত এই অবসর ভাতার টাকা প্রদান করা হয়।
টাকা প্রদানের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র ইসাহক আলী মালিথা।
প্যানেল মেয়র আবুল হাসেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,কাউন্সিলর কামাল হোসেন,জাহাঙ্গীর আলম,ফিরোজা বেগম,ফরিদা পারভিন,রহিমা বেগম,সচিব জহুরুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী রেজাউল করীমশিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ পৌর পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মেয়র ইসাহক আলী মালিথা বলেন,প্রথমবারের মত পৌর পরিবারের সদস্যদের মধ্যে সামান্য কিছু টাকা দিতে পেরে অনেকটা ভাল লাগছে।
আপনার মতামত লিখুন :