ঈশ্বরদী রুপপুর পারমাণবিক সেনাবাহিনীর হাতে এসএস এন্টারপ্রাইজের দুই কর্মচারী আটক
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২২, ১০:০১ অপরাহ্ন /
১১২
মামুনুর রহমান,ঈশ্বরদী (পাবনা) ->>
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৪০ কেজি লোহার সামগ্রী চুরির দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ ।
আটককৃতরা হলেন , ঈশ্বরদী উপজেলার চরসাহাপুর গ্রামের আরব আলীর ছেলে হাসান আলী , হান্নু শেখের ছেলে আওয়াল শেখ । এরা দুইজনই বিদ্যুৎ কেন্দ্রের নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ করতেন ।
শনিবার সন্ধ্যায় রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাটমস্টোরি এক্সপোর্ট জয়েন্ট স্টক কোম্পানি এর উপ – পরিচালক ভি.এন টুরুটিন অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ , সাব ইন্সপেক্টর আতিকুল ইসলাম আতিক জানান , রূপপুর প্রকল্পের ভেতরে আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ঢুকে সকলের অগোচরে ৪৪০ কেজি ওজনের ৮ টি লোহার তৈরি ড্রেনের ঢাকনা ময়লা – আবর্জনার মধ্যে ঢুকিয়ে পিক্যাপ ভ্যানে করে বের করার সময় প্রকল্পের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা গাড়ির ওজন বেশি থাকায় সন্দেহ হলে গাড়িটি চেক করেন ।
পরে লোহাসহ দুজনকে আটক করে তাদের পুলিশে সোপর্দ করেন । ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান , এসএস এন্টারপ্রাইজের দুই পরিচ্ছন্ন কর্মীকে ৪৪০ কেজি ওজনের লোহার ঢাকনাসহ সেনাবাহিনীর হাতে আটক হলে তারা দুইজনকে পুলিশে করেন করে ।
আপনার মতামত লিখুন :