মামুনুর রহমান,ঈশ্বরদী, পাবনা ->>
ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল হান্নান মিয়ার নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সদের বিশেষ অভিযানে গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে পদ্মা নদী থেকে অবৈধভাবে ভেকু দ্বারা বালু উত্তোলন করার সময় দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, ঈশ্বরদী থানার সরাই কান্দি এলাকার মোঃ আশরাফ শেখের ছেলে মোঃ কামরুজ্জামান (২২) ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বাদুল্লাপুর এলাকার লোকমান হোসেনের ছেলে মোঃ রাকিব হোসেন (২০)। আটককৃত দের নিকট থেকে মাটি ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় (২০ লক্ষ) টাকা মূল্যের একটি ভেকু জব্দ করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) এক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে । স্থানীয়রা লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির প্রশংসা করেছেন। এবং স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা থাকায় জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে ।
আপনার মতামত লিখুন :