ডিমলা(নীলফামারী)প্রতিনিধি ->>
লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকা ও সেচ প্রকল্প পরিদর্শনে এসেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিংসহ ৩ সদস্যের একটি টিম।
আজ রবিবার (৯-অক্টোবর) সকালে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিস্তা সেচ প্রকল্প পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন (এম.পি), ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা সহ স্থানীয় প্রশাসন ও চেয়ারম্যানবৃন্দ।
তিস্তা সেচ প্রকল্প পরিদর্শন করে তিনি অনেক খুশি হয়েছেন। লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সহ ৩ সদস্য বিশিষ্ট একটি দল লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলায় চীনা কোম্পানী কৃর্তক বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি তিনি তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :