চৌগাছা প্রতিনিধি ->>
যশোরের চৌগাছায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা সংসদের দ্বিবার্ষিক সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০মে বিকাল ০৪ টায় চৌগাছা পাবলিক লাইব্রেরীতে আগামী ১৫মে ২০২২ সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাফর ইকবাল লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আলমগীর কবির, সহ সম্পাদক যশোর জেলা উদীচী শিল্পীগোষ্ঠী সংসদ, বিশেষ অতিথি কাজি শাহেদ নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক যশোর জেলা উদীচী শিল্পীগোষ্ঠী সংসদ, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আহবায়ক চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠী।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা সংসদের সম্মেলন উপলক্ষে জাফর ইকবাল লিটনকে চেয়ারম্যান ও অমেদুল ইসলাম কে সদস্য সচিব করে ১০ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সদস্যরা হলেন- শওকত মন্ডল, ইসমেতারা খাতুন, প্রভাষক আলমগীর হোসেন, সোহেল মাহমুদ শাহীন, আক্তারুজ্জামান, নাজমা আক্তার শিমু, অভিজিৎ কুমার রায় ও দেলোয়ার হোসেন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা সংসদের সম্মেলন সফল ও সার্থক করার জন্য প্রত্যেকে স্বস্ব অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :