কুড়িগ্রাম প্রতিনিধি ->>
কুড়িগ্রামের উলিপুরে ২২০পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নিরাশা হোসেন(৩২) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নিরাশা উলিপুর পৌরশহরের সরদারপাড়া এলাকার মৃত চিন্তু শেখ ওরফে রমজান আলীর পুত্র।
পুলিশ জানায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই হারিছুর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভার সরদারপাড়াস্থ জনৈক ব্যক্তির পরিত্যক্ত চাতালের সামনে ২২০পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নিরাশা হোসেন(৩২)কে আটক করা হয়। তার বিরুদ্ধে দশ(১০) এর অধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার(১১ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমিন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :