ArabicBengaliEnglishHindi

উয়াশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি কে সংবর্ধনা


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২২, ১১:১৬ অপরাহ্ন / ১৬৬
উয়াশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি কে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ->>
টাংগাইল জেলা মির্জাপুরে নবগঠিত নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বি এন পি)মির্জাপুর উপজেলার শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় আজ উয়াশী ইউনিয়ন বি এন পির পক্ষ থেকে জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাবেক এমপি শিশু বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

এ সময় উপস্থিত ছিলেন উয়াশী ইউনিয়ন বি এন পির সভাপতি লিমটন, সাধারণ সম্পাদক লিপটন মল্লিক,সাধীন খান,জুলহাস খান, আরিফ খান,মাসুম খান,,উয়াশী ইউনিয়ন ২ ওয়াডের বি এন পি সভাপতি কাজী আবদুল আওয়াল, ও আইয়ুব লস্কর, জুয়েল খান, কাজী ফুয়াদ,ও শোভা বেগম।আরো উপস্থিত ছিলেন মির্জাপুর বি এন পির অংগসংঠনে নেতৃত্ব বৃন্দ।

নবনির্বাচিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ ছিদ্দিকি সকল নেতা কর্মিদের আনদোলনের দিক নির্দেশনা দেয়।