ArabicBengaliEnglishHindi

একসঙ্গে ৪০ জেলা পেলো নতুন পুলিশ সুপার


প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২২, ৮:২৫ অপরাহ্ন / ৪৬০
একসঙ্গে ৪০ জেলা পেলো নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক ->>
দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

 

রাষ্ট্রপতির পক্ষে এসপিদের এই আদেশটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

নতুন পুলিশ সুপার পাওয়া ৪০ জেলা হচ্ছে-

পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, শরীয়তপুর, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, নওগাঁ, কক্সবাজার, নেত্রকোণা, বরিশাল, কুমিল্লা, গাজীপুর, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, শেরপুর, জয়পুরহাট, ফেনী, ঢাকা, বান্দরবান, বরগুলা, ফরিদপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, মাদারীপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুরা, ঝালকাঠি, নীলফামারী, নাটোর।

পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞাকে ময়মনসিংহ, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুরের এসপি করা হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জ, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুর, ডিএমপির ডিসি মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহ, পুলিশ সদর দফতরের এআইজি সাদিরা খাতুনকে নড়াইল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদর দফতরের এআইজি মো. আরিফুর রহমান মন্ডলকে সিরাজগঞ্জ, এসবির মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুর, পুলিশ সদর দপ্তরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙামাটির এসপি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির মুহাম্মদ রাশিদুল হককে নওগাঁ, ডিএমপির ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির মো. ফয়েজ আহমেদকে নেত্রকোণা, ডিএমপির ডিসি ওয়াহিদুল ইসলামকে বরিশাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আব্দুল মান্নানকে কুমিল্লা, ডিএমপির উপপুলিশ কমিশনার কাজী শফিকুল আলমকে গাজীপুর, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. সাইদুল আলমকে পটুয়াখালীর এসপি করা হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে মুন্সীগঞ্জ, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. কামরুজ্জামানকে শেরপুর, গাজীপুর মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে জয়পুরহাট, গাজীপুর মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হাসানকে ফেনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে ঢাকা জেলার পুলিশ সুপার করা হয়েছে।

 

 

কক্সবাজার এপিবিএনের অধিনায়ক মো. তারিকুল ইসলামকে বান্দরবানের এসপি, এসবির পুলিশ সুপার মো. আবদুস ছালামকে বরগুনা, দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. শাহজাহানকে ফরিদপুর, কক্সবাজার এপিবিএন-১৪ এর অধিনায়ক মো. নাইমুল হককে খাগড়াছড়ি, পুলিশ অধিদপ্তরের সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে কিশোরগঞ্জ, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদ আলমকে মাদারীপুরের এসপি করা হয়েছে।

এছাড়া র‌্যাবের উপরিচালক আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে কুড়িগ্রামের এসপি, জাতীয় সংসদ সচিবালয়ের পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস এস এম সিরাজুল হুদাকে পঞ্চগড়, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউদ্দৌলাকে মাগুরা, এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে ঝালকাঠি, এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নীলফামারী এবং এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানকে নাটোর জেলার এসপি করা হয়েছে।