ArabicBengaliEnglishHindi

একুশে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২২, ১১:১৫ অপরাহ্ন / ১৪৭
একুশে

একুশে

এম এ কাইউম (নয়ন )

সোনার বাংলার প্রদীপ ওরা
স্বাধীন বাংলার নক্ষএ,
ওরা হলো দেশের গর্ব
ওরাই সর্ব শ্রেষ্ঠ।
লক্ষ শহীদের রক্তের স্রোতে
ভেসে গেল ময়দান
লক্ষ মা বোন হারালো মান
স্বাধীন হলো বাংলা ।
বাংলা ভাষার অলংকার
লক্ষ শহীদের দান
মুক্ত পতাকা মুক্ত ভাষা
ফিরে পেলাম আমরা।
একুশে ফেব্রুয়ারী ভাষা দিবস
রক্তের বিনিময়ে অজিত
ধন‍্য আমরা বাঙ্গালী
স্বাধীন বাংলায় জন্ন ।