ArabicBengaliEnglishHindi

কচুয়ায় দুর্র্ধষ ডাকাতি অস্ত্রের মুখে জিম্মি করে লুট


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২২, ১২:১৩ অপরাহ্ন / ১৭৫
কচুয়ায় দুর্র্ধষ ডাকাতি অস্ত্রের মুখে জিম্মি করে লুট

কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ->>
চাঁদপুরের কচুয়ায় এক বসতবাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার দোয়াটি-তিলকিয়াভিটি গ্রামের আকবর আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

 

 

এতে নগদ ৩ হাজার ৫শ টাকা, স্বর্নের কানের দুল,৩টি মোবাইল ও একটি পানির মোটর সহ মোট লক্ষাধিক টাকার নিয়ে যায় বলেও জানান ভূক্তভোগী পরিবার।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য কাউছার আহমেদ জানান, আমার দুই ভাই প্রবাসে থাকেন। বাড়িতে বিল্ডিং এর কাজ চলছে। মঙ্গলবার রাতে অজ্ঞাত ডাকাত দল মুখোশ পড়ে ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে হাত,পা বেঁধে নগদ ও স্বর্নালঙ্কার হাতিয়ে নেয়। তবে কাউকে চিনতে পারেনি বলেও জানান তারা।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

ওসি মো. মহিউদ্দিন বলেন,ডাকাতির সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে আমি ঘটনাস্থলে গিয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।