ArabicBengaliEnglishHindi

কবিতা- বিশ্বসেরা হাফিজ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২২, ৯:৪০ অপরাহ্ন / ৩৫৭
কবিতা- বিশ্বসেরা হাফিজ

বিশ্বসেরা হাফিজ
সেলিম আহমদ কাওছার

ইরাক ইরান তুর্কী মিশর
জয় পেয়েছি সব দেশের
বিশ্বসেরা হাফিজ মোদের
বিজয় নিয়ে ফিরছে ফের।

অবশেষে সৌদি বিজয়
করলো কুরআনের পাখি
বিশ্বসেরা হাফিজ তাকরিম
নাও চিনে খুলে আঁখি।

বাংলাদেশের গর্ব তিনি
আল্লাহ পাকের মহা দান
যাহার ছিনায় গাঁথিয়াছে
ত্রিশ পারা পাক কুরআন।

বিশ্বসেরা হাফিজ যারা
নেই তুলনা আজ তাদের
গর্ব বোধের প্রতিক তারা
বিশ্ব জাহান মুসলিমের।