ArabicBengaliEnglishHindi

করোনা মহামারি শেষ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২২, ১১:২৫ পূর্বাহ্ন / ১০২
করোনা মহামারি শেষ

আন্তর্জাতিক ডেস্ক ->>
বিজ্ঞানীদের সতর্কবার্তার মধ্যেও করোনা মহামারির শেষ ঘোষণা করেছে সুইডেন। কোভিড সংক্রমণ ঠেকাতে দেশটিতে যে সামান্য বিধিনিষেধ আরোপ করা ছিল, বুধবার থেকে তাও তুলে নেওয়া হয়েছে।

করোনাভাইরাস মহামারির শুরু থেকেই সুইডেন সরকার কঠোর লকডাউনের বিপক্ষে ছিল। সেখানে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যসুরক্ষায় নিয়মগুলো পালন করা বা না করা দেশবাসীর ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সেখানে খুবই সামান্য কিছু বিধি আরোপ করা হয়েছিল। গত সপ্তাহে দেওয়া এক ঘোষণায় সেগুলোও তুলে নেওয়ার কথা বলা হয়। কার্যত যার অর্থ মহামারীর সমাপ্তি ঘোষণা করা।

সুইডেনের একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী লেনা হালেনগ্রিয়ান বলেন, ‘আমরা এই মহামারি সম্পর্কে যতদূর জানি, আমি বলতে চাই এটা শেষ হয়েছে।’ তিনি আরো বলেন, ‘কোভিডকে আর সমাজের জন্য বিপজ্জনক বলে বিবেচনা করা হবে না।’

সব বিধিনিষেধ তুলে নিলেও সুইডেনের হাসাপাতালগুলো এখনও কোভিড রোগীতে ভর্তি। সেখানে এখনও কোভিড আক্রান্ত ২২শ মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।