ArabicBengaliEnglishHindi

“কাঁঠাল” -মোঃ মামুন মোল্যা


প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২২, ১:০২ অপরাহ্ন / ৮০
“কাঁঠাল” -মোঃ মামুন মোল্যা

কাঁঠাল
মোঃ মামুন মোল্যা

কাঁঠাল তুমি কেমনে হলে ভাই জাতীয় ফল?
আছে কি গো তোমার এই পদবি নিবার বল?

জ্ঞানী ব্যক্তি পদ দিয়েছে আমাদেরই কারণ,
অন্তর দিয়ে শুনুন কবি আমার কথার ধরণ।

কাঁচা খাবে পাকা খাবে স্বাদে পাবে ভিন্ন,
খাবে আঁটি তরকারিতে স্বাদে যেন অন্য।

পাবে দেহে ভিটামিন এ অতি প্রয়োজন গণ্য,
তাই জাতীয় পদ দিয়েছে ঐ বাঙালি সৈন্য।