ArabicBengaliEnglishHindi

কান্না,সাবিনা আফরিন


প্রকাশের সময় : মে ২৫, ২০২২, ৭:৪৬ অপরাহ্ন / ৫২
কান্না,সাবিনা আফরিন

কান্না
✍️ -সাবিনা আফরিন

কান্না সেতো দু’চোখের জল বিন্দু;
লোনা আর উষ্ণ গরম,
দু’গাল বেয়ে বুকের উপর-।
চিরাচরিত নিয়মে গড়িয়ে পড়ে-
কে আপন আর কে পর?
কান্না সব কষ্টের এক নাম;
চিরকাল কেউ কি দিয়েছে তার দাম?

তবুও এই সমাজে দুঃখী মানুষ গুলোর হয়েছে বদনাম-।
কিছু কান্না চার দেয়ালের ভিতরে,
নীরবে-নিঃশব্দে চিৎকার করে।
যার আওয়াজ হয়তো
এই ঘুণেধরা সমাজের বিবেকহীন মানুষের কান অবধি পৌঁছায় না,
আমি সেই কান্নার অগ্নিস্বাক্ষী।

আমি আমার কান্না লুকাতে কতই মেখেছি কাজল,
তবুও কি পেরেছি?
অবলীলায় লোকাতে সেই কান্না !
ছটফট করে মরেছি,
কষ্টের অনলে পুড়েছি বারংবার।

আফসোস, আমার এই কান্নার শব্দ
আজও কাউকে করেনি ব্যকুল কিংবা জব্দ।