ArabicBengaliEnglishHindi

কালিয়াকৈরে ভোগান্তিতে কলেজ রোড, বাইপাস এ তীব্র যানজট


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২২, ১:০৪ অপরাহ্ন / ৭০
কালিয়াকৈরে ভোগান্তিতে কলেজ রোড, বাইপাস এ তীব্র যানজট

স্বপন সরকার ->>
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কলেজ রোড বাইপাস সড়ক কালিয়াকৈর পৌরসভা অন্যতম একটি ব্যস্ত প্রবেশদ্বার রাস্তা ।

এটি মূলত ধামরাই মাওনা মহাসড়ক। কালিয়াকৈর বাসির স্বাস্থ্য সেবায় নিয়োজিত সরকারী উপজেলা হেলথ কমপ্লেক্স, সিংহভাগ ক্লিনিক ও বেশিরভাগ স্কুল-কলেজ-মাদ্রাসা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ময়মনসিং মানিকগঞ্জ আন্ত সংযোগ সড়ক ঢাকা টু উত্তরবঙ্গ বাস এর সাথে আন্তঃসংযোগ হিসেবে মিলিয়ে রয়েছে। এছাড়া ধামরাই, ধানতারা, বেনুপুর, আমতল, ভিঙ্গরাজ ডোবা ইল শাহবাজপুর, দেওয়ার, আটাবহ বলিয়াদী, সহ আরো অসংখ্য এলাকার সাথে কালিয়াকৈর বাসস্ট্যান্ড বাজার রুটের ঢোকার প্রবেশ দ্বারে।।

অপরদিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি হাসপাতালে যাতায়াতের একমাত্র রাস্তা যানজটের কারণে রোগের শিকার হচ্ছে বর্তমানে এই সড়কে একটা গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু প্রতিদিন কালিয়াকৈর কলেজ রোডের বাইপাসে যানজট লেগে থাকায় পথচারী, রোগী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে এই জনদুর্ভোগ দেখার কেউ নেই। উপজেলা আইন শৃংখলা সভায় আলোচনার পরও কোনো পদক্ষেপ নেয়নি। জরুরিভাবে প্রশাসনের নজরদারি কাম্য।