কালিয়াকৈরে ৪৩ তম বার্ষিক চড়ক পূজা উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২২, ৫:২৪ অপরাহ্ন /
৬২
স্বপন সরকার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর সার্বজনীন কেন্দ্রীয় মন্দির কমিটির উদ্যোগে চড়ক পূজা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদল চন্দ্র বর্মন, সভাপতি অএ মন্দির কমিটি। সাধারন সম্পাদক বাবু রঞ্জিত চন্দ্র বর্মণ, সাধারন সম্পাদক অত্র মন্দির কমিটি, অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাপ্পি খৃষ্টদাস। আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম।এই পূজায় বিভিন্ন মানত করে থাকে এবং মনের বাসনা পূর্ণ হয়।
এ পূজায় কালীর সাজ সেজে বিভিন্ন ধরনের রঙ্গলীলা করে থাকে। চড়ক পূজায় সাতবার বরশীবানাম ঘুরানো হয়। গৌর লীলা, দেবী ও রাধা কৃষ্ণ,সন্ন্যাসীদের সাজে অনুষ্ঠানটি করে থাকে। চৈত্র সংক্রান্ত ও শুভ নববর্ষ দূরদূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :