কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ->>
গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার বিকেলে ওয়ার্ড ভিত্তিক গ্রামীণ ফুটবল কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বড়ইবাড়ি তরুণ সমাজের উদ্যোগে বড়ইবাড়ি আদর্শ ডিগ্ৰি কলেজ মাঠে এ গ্ৰামীণ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে বিভিন্ন জেলা ও উপজেলার ১৬টি দল অংশ গ্ৰহণ করে। প্রতি দলের তিন রাউন্ড করে মোট ৩০টি ম্যাচ শেষে শুক্রবার বিকেলে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বড়গোবিন্দাপুর একাদশকে ৩-০ গোলে পরাজিত করে পিপড়াসিট একাদশ জয় লাভ করে। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন – সাগর আহমেদ, ফজলুল হক, সাইদুর খাঁন, জাবেদ খাঁন, শোভন খাঁন, জামিল সরকার, কৌশিক আহম্মেদ, মাসুদ রানা, হৃদয় হোসেন, রানা সরকার, ইকরামুল খাঁনসহ আরো অনেকে। পরে আয়োজকরা বিজয়ী ও পরাজিত দুটি দলের মাঝে পৃথক দুটি পুরস্কার তোলে দেন।
আপনার মতামত লিখুন :